November 24, 2024 6:18 am

কার্যকর রূপান্তরকামী আইন ২০১৯ , পাঞ্জাব পুলিশে সামিল হতে পারবে রূপান্তরকামীরাও

তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য সুখবর দিল পাঞ্জাব পুলিশ। এবার পাঞ্জাবের পুলিশ বাহিনীতে সামিল হতে পারবে রূপান্তরকামীরাও। ইতিমধ্যেই পাঞ্জাব পুলিশের হেড কোয়ার্টার থেকে সমস্ত শাখায় নির্দেশিকা পাঠিয়ে জানানো হয়েছে, যে কোনও বিভাগে কর্মী নিয়োগের ক্ষেত্রেই যেন রূপান্তরকামীদের জন্য আসন সংরক্ষণ করা হয়।

সংরক্ষিত শ্রেণিভুক্ত হবেন তৃতীয় লিঙ্গের আবেদনকারীরা। এই শূন্যপদে আবেদনের জন্য জেলাশাসকের কাছ থেকে বের করা শংসাপত্র জমা দিতে হবে রূপান্তরকামী ও রূপান্তরিতদের। সংরক্ষিত শ্রেণির জন্য বয়সসীমা থেকে শুরু করে আবেদন ফি-তে যে ছাড়গুলি পাওয়া যায়, তা এবার থেকে পাবেন রূপান্তরকামী ও রূপান্তরিত আবেদনকারীরাও। নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে ফিজিক্যাল স্ক্রিনিং ও ফিজিক্যাল মেজারমেন্ট পরীক্ষায় মহিলাদের নিয়োগে ব্যবহৃত মাপকাঠি কার্যকর হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সরকারের বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা থাকবে।

রূপান্তরকামীদের কর্মসংস্থানের জন্য কেন্দ্রের নির্দেশ থাকলেও তা মানা হয় না অধিকাংশ জায়গাতেই। পাঞ্জাবের ডিজিপি গৌরব যাদব বলেন, “রাজ্য সরকারের এই সিদ্ধান্তে তৃতীয় লিঙ্গ বিশেষভাবে উপকৃত হবে।” পাঞ্জাব পুলিশের তরফে জানানো হয়েছে, রূপান্তরকামীরাও এবার থেকে পুলিশে চাকরি করতে পারবেন। রূপান্তরকামী আইন ২০১৯ কার্যকর করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।