November 24, 2024 12:59 am

চন্দ্রযানের চাঁদে অবতরণের দিন পিছিয়ে যেতে পারে ! কেন ? গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে প্রস্তুত ইসরো

PB News Desk: চন্দ্রযানের চাঁদে অবতরণের দিন পিছিয়ে যেতে পারে ! কেন ? গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে প্রস্তুত ইসরো। পরিস্থিতি অনুকূল না থাকলে চন্দ্রযানের চাঁদে অবতরণের দিন পিছিয়ে যেতে পারে৷ অবতরণের সময় চন্দ্রযান এবং চাঁদের পরিবেশ কী অবস্থায় থাকে , তার উপরে নির্ভরশীল। যদি মনে হয় যে পারপার্শ্বিক পরিস্থিতি অনুকূলে নেই, সেক্ষেত্রে অবতরণ পিছিয়ে ২৭ অগাস্ট করে দেওয়া হতে পারে৷ আমাদের লক্ষ্য চন্দ্রযানকে নির্বিঘ্নে অবতরণ করানো এবং আমরা আত্মবিশ্বাসী যে ২৩ তারিখেই চন্দ্রযান চাঁদের মাটি ছোঁবে৷ ইসরোর ডিরেক্টর অফ স্পেস অ্যাপ্লিকেশন নীলেশ এম দেশাই নিজেই এ দিন এই তথ্য দিয়েছেন৷

ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে শিভান এ দিন দাবি করেছেন, চন্দ্রযান ২-এর বিপর্যয়ের কারণ হিসেবে যে যে তথ্য হাতে এসেছিল , তা খুঁটিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিয়ে চন্দ্রযান-৩ কে চাঁদে পাঠানো হয়েছে৷ ফলে এবার নির্বিঘ্নে চন্দ্রযান ৩ চাঁদের মাটি স্পর্শ করবে বলে আত্মবিশ্বাসী তিনি৷ ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংকে জানিয়েছেন , চন্দ্রযানের সব ব্যবস্থাই যথাযথ ভাবে কাজ করছে৷ বুধবার চন্দ্রযানের অবতরণের আগে কোনও সমস্যা হবে না বলেই আশা প্রকাশ করেছেন ইসরোর চেয়ারম্যান৷ তিনি জানিয়েছেন , আগামী দু দিন চন্দ্রযান-৩ -এর স্বাস্থ্যের উপর কড়া নজরদারি চালানো হবে৷