November 23, 2024 11:23 pm

৫৬ইঞ্চির ছাতি৬ইঞ্চি-১ লক্ষ লোক নিয়ে রাজভবন অভিযান, সাথে ৫০ লক্ষ চিঠি-চ্যালেঞ্জ অভিষেকের

৫৬ইঞ্চির ছাতি৬ইঞ্চি-১ লক্ষ লোক নিয়ে রাজভবন অভিযান, সাথে ৫০ লক্ষ চিঠি-চ্যালেঞ্জ অভিষেকের

৫০ লক্ষ চিঠি নিয়ে দিল্লিতে তৃণমূল

PB NEWS :- ৫০ লক্ষ চিঠি নিয়ে দিল্লিতে গিয়েছিল তৃণমূল৷ এ বার সেই ৫০ লক্ষ চিঠি নিয়ে সরাসরি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি রাজ্যপালের কাছে যাওয়ার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ৫ ই অক্টোবর রাজভবন অভিযান করে এই ৫০ লক্ষ চিঠি পৌঁছে দেওয়ার ডাক দিলেন তিনি৷ তিনি বললেন, ১ লক্ষ লোক নিয়ে রাজভবন অভিযান করবে তৃণমূল৷

দু’ঘণ্টা পুলিশ লাইনে আটক থাকার পর বেরিয়ে এসে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ প্রায় ২ ঘণ্টা আটক থাকার পরেই বেরিয়ে আসেন তাঁরা৷ সঙ্গে সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আজকে ভারতীয় রাজনীতির ইতিহাসে এক কালো দিন৷ আমরা বলেছিলাম, যাঁরা বঞ্চিত, সেই সব মানুষদের নিয়ে দেখা করতে যাওয়ার কথা৷ কিন্তু মন্ত্রী কেবল রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, বঞ্চিত মানুষদের সঙ্গে দেখা করতে চাননি৷ আমরা বারংবার অনুরোধ করার পরেও পিছনের গেট দিয়ে বেরিয়ে যান মন্ত্রী৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৫৬ ইঞ্চি ছাতি ৬ ইঞ্চি হয়ে গিয়েছে৷’

আরও খবর- পার্সোনাল ইমারজেন্সি- জাতীয় দলের প্র্যাকটিস ছেড়ে মুম্বাই ফিরলেন বিরাট

৫৬ইঞ্চির ছাতি৬ইঞ্চি-১ লক্ষ লোক নিয়ে রাজভবন অভিযান, সাথে ৫০ লক্ষ চিঠি-চ্যালেঞ্জ অভিষেকের

কৃষি ভবনে মন্ত্রীর দেখা না পেয়ে কার্যত অবস্থান বিক্ষোভে বসে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতা-মন্ত্রীরা৷ সেখানে তাঁরা দেখা না করা নিয়ে বারংবার আশ্বাস ভঙ্গ করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন৷ সেখানেই রাত আটটার পর থেকে পুলিশ ঢুকতে থাকে৷ পুলিশ ঢুকে কার্যত গায়ের জোরে কৃষি ভবন থেকে সরিয়ে দেয় তৃণমূলের প্রতিনিধিদের৷ সেখানে মহুয়া মৈত্র সহ বেশ কয়েকজন মহিলা প্রতিনিধিদের পক্ষ থেকে হেনস্থারও অভিযোগ করা হয়৷ পাশাপাশি, শারীরিক হেনস্থার অভিযোগ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেনরা।