৪৭৯ জন ডব্লুবিসিএস অফিসারকে রদবদল করল নবান্ন। যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন। ৪৭৯ জন ডব্লুবিসিএস অফিসারদের মধ্যে ৩৬৯ জন ডবলুবিসিএস কে বিডিও পর্যায় রদবদল করা হল। রাজ্যের বেশিরভাগ ব্লকের বিডিও রদবদল করল নবান্ন।
প্রশাসনিক মহলের ব্যাখ্যা ছিল ২০২৪-এ লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই বড় রদবদল নবান্নের। এর মধ্যে আবার আইএএস লেভেলেও বড় রদবদল হয়েছে। সম্প্রতি জেলাশাসক স্তরেও বড় রদবদল করেছিল নবান্ন। ১৫ টি জেলার জেলাশাসককে বদলি করা হয়েছিল। এবার জেলায় জেলায় এডিএম ও এসডিও স্তরে এই বড় রদবদল করার নির্দেশিকা জারি করেছে নবান্ন। এক্ষেত্রে গত দুদিনে প্রায় ৬৫০ অফিসার কে বদলি করল নবান্ন।
মোট ৪০ জন আইএএস অফিসারকে রদবদল করা হয়েছে। যার মধ্যে কয়েকজন আইএএস অফিসার কে নতুন পোস্টিং দেওয়া, কয়েকজন আইএএস অফিসারের এডিএম স্তরে উন্নীত হওয়ার মতো রদবদল রয়েছে। মূলত বিডিও থেকে এসডিও, এসডিও থেকে এডিএম পর্যায়ে রডবদল হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। এর মধ্যে একাধিক জেলায় এই রদবদল করা হয়েছে।