দেশ - বিদেশ

১০০০ ইউয়ান পুরস্কার, কনের বয়স ২৫ বছরের কম হলে বিয়ের পর দম্পতি পাবে নগদ টাকা !

PB News Desk: ১০০০ ইউয়ান বা ১৩৭ ডলার দেওয়া হচ্ছে পুরস্কার হিসেবে। জন্মের হার যেভাবে কমছে , তাতে সমস্যা বাড়ছে চিনের একাধিক শহরে। কনের বয়স ২৫ বছর তার কম হলে বিয়ের পর দম্পতি পাবে নগদ টাকা পুরস্কার। এমনই অদ্ভুত নিয়ম চালু করা হয়েছে চিনের এক কাউন্টিতে।

চিনের চাংসান কাউন্টিতে এই পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। শুধু বিয়ে করলেই পুরস্কার নয়, সন্তানের রক্ষণাবেক্ষণের জন্য ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে সেখানে। চিনে পুরুষের ক্ষেত্রে বিয়ের বয়স ২২ আর মহিলাদের বিয়ের ন্যুনতম বয়স ২০। তবে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বিয়ে ব্যাপারটা এড়িয়ে যাচ্ছেন অনেকে। ফলে জন্মের হার আরও কমছে।

উল্লেখ্য , ৬ দশক মধ্যে চিনের জনসংখ্যা এতটা কমে গিয়েছে। ফলে দেখা যাচ্ছে, যুবক-যুবতীর সংখ্যা খুব বেশি নেই, নাগরিকদের মধ্যে বেশির ভাগই বয়স্ক মানুষ। তাই জন্মের হার অবিলম্বে বাড়ানোর কথা ভাবতে শুরু করেছে প্রশাসন।

বিশ্বের সবথেকে কম জন্ম হার যে সব দেশে, সেই তালিকাতেই চলে এসেছে চিন। এদিকে সন্তানকে মানুষ করার যা বিপুল খরচ, তার জেরেই সন্তান নিতে চাইছেন না অনেক দম্পতি। এই বিষয়গুলি ভাবাচ্ছে সে দেশের সরকারকে।