১৯ মে ২০২৩ সালে RBI ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা করেছিল ৷ বিজ্ঞপ্তি জারি করা জানানো হয়েছিল কী করে সাধারণ মানুষ ২০০০ টাকা জমা দিতে পারেন বা বদলে নিতে পারেন ৷ ১৯ মে ২০২৩ থেকে আরবিআই এর ১৯টি ইস্যু অফিসে ২০০০ টাকার নোট ফেরত ও বদল করা যাচ্ছিল ৷
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত ৯৭ শতাংশ ২০০০ টাকার নোট ব্যাঙ্কিং সিস্টেমে ফেরত চলে এসেছে ৷ সে ক্ষেত্রে এখনও ৩ শতাংশ নোট ফেরত আসা বাকি রয়েছে ৷ ১ মার্চ আরবিআই জানিয়েছিল ২০০০ টাকার নোট যার মূল্য প্রায় ৮৪৭০ কোটি টাকা এখনও ফেরত আসতে বাকি রয়েছে ৷ RBI এর ১৯টি কার্যালয় আছে ৷ নোট বদলের সময়সীমা ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত দেওয়া হয়েছিল ৷
পরে অবশ্য এই সময়সীমা ৭ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছিল ৷ ৭ অক্টোবর থেকে ব্যাঙ্কগুলি ২০০০ টাকার নোট নেওয়া বন্ধ করে দিয়েছিল ৷ ২০১৬ সালের নভেম্বর মাসে নোট বাতিলের সময় ২০০০ টাকার নোট প্রথমবার জারি করা হয়েছিল ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল একজন ব্যক্তি ডাকঘর বা রিজার্ভ ব্যাঙ্কের কার্যালয়ে একবারে ২০০০০ টাকা পর্যন্ত ২০০০ টাকার নোট বদলাতে পারবেন ৷