রাজনীতি

১৬ ফেব্রুয়ারি দলের গুরুত্বপূর্ণ বৈঠক , কী বার্তা দেবেন অভিষেক ? তা নিয়েই কৌতূহল বাড়ছে রাজনৈতিক মহলে

ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও, দামামা বেজে গিয়েছে বাংলায়। দলীয় সূত্রে খবর, আগামী ১৬ ফেব্রুয়ারি দলের গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন তিনি। ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ঐ বৈঠকে দলের সাংসদ, বিধায়ক ও ব্লক সভাপতিদের থাকতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে বার বার সরব হয়েছেন তিনি। তাঁর ডায়মন্ড হারবার মডেল ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে।

কিছুদিন আগেই ডায়মন্ড হারবার মডেলের ব্যাখ্যাও দিতে দেখা গিয়েছে অভিষেককে। সাম্প্রতিক অতীতে তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে একেবারে ফ্রন্ট ফুটে থেকে বিরোধীদের নিশানা করতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নবজোয়ারের মতো কোনও কর্মসূচি কি আবার আসতে চলেছে ? অতীতে অভিষেকের তৃণমূলে নবজোয়ার কর্মসূচি ব্যাপক সাফল্য পেয়েছে গোটা রাজ্যে। কী বার্তা দেবেন অভিষেক ? তা নিয়েই কৌতূহল বাড়ছে রাজনৈতিক মহলে।