বিনদোন

লোকসভা আগেই নতুন পার্টি ! পর্দার পর এবার রাজনীতিতে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় !

লোকসভা আগেই নতুন পার্টি ! পর্দার পর এবার রাজনীতিতে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় ! তামিল সিনেমায় রজনীকান্তের পর অন্যতম সুপারস্টার হয়ে উঠেছিলেন বিজয়। এক দশকেরও বেশি সময় ধরে তিনি ৬৮ টি সিনেমায় অভিনয় করেছেন। তামিল সুপারস্টার বিজয় যে রাজনৈতিক দল গঠন করেছেন, সেটির নাম তামিঝা ভেত্রি কাজহাগাম। ইতিমধ্যে ২০০ জন দলীয় কর্মীকে নিয়ে নির্বাচন কমিশনে দলের নাম নথিভুক্ত করিয়েছেন বিজয়। তিনি দলের সভাপতি।

প্রশ্ন উঠছে, তাহলে কী আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন বিজয় ? বিজয় জানিয়েছেন, লোকসভা নয় , ২০২৬ এর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনই তাঁর লক্ষ্য। বিজয়ের রাজনীতিতে আগমন হঠাৎ করে বলা যায় না। দীর্ঘদিন ধরে তিনি ফ্যান ক্লাবের মাধ্যমে দরিদ্রদের বিনামূল্যে খাদ্য বিতরণ, দরিদ্র মেধা পড়ুয়াদের শিক্ষাবৃত্তি দেওয়া, টিউশন, লাইব্রেরির ব্যবস্থা করা, দরিদ্রদের আইন সহায়তা প্রদান সহ বিভিন্ন জনকল্যাণকর কাজের সঙ্গে যুক্ত। ফলে অভিনেতা ছাড়াও বিজয়ের বিশেষ জনপ্রিয়তা রয়েছে।

যদিও দক্ষিণী সুপারস্টারদের রাজনীতির ময়দানেও সফল হওয়ার অনেক উদাহরণ রয়েছে। এপ্রসঙ্গে জয়ললিতা থেকে কমল হাসান, রজনীকান্তের নাম উল্লেখ করা যেতে পারে।  স্বাভাবিকভাবেই বিজয় রাজনীতির ময়দানে আসার খবরে হতাশ তাঁর অনুরাগীরা। তাহলে কি আর বড় পর্দায় দেখা যাবে না বিজয়কে ? রুপোলি পর্দার সুপারস্টার এবার রাজনীতিতে হিরো হয়ে উঠতে পারেন কিনা সেটাই দেখার।