November 23, 2024 11:27 pm

রেশন দুর্নীতির সমস্ত মামলা ছাড়তে চাইল ইডি ! হাইকোর্টে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আর্জি

রেশন সংক্রান্ত সব মামলা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক! হাই কোর্টে হঠাৎ কেন আর্জি ইডির ? শুক্রবার কলকাতা হাই কোর্টে এই মর্মে একটি আর্জি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। হাই কোর্টকে তাদের অনুরোধ, রেশন সংক্রান্ত যে সমস্ত মামলা রাজ্য পুলিশের তদন্তাধীন ছিল, তা যেন সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়।

রেশন দুর্নীতির তদন্তে রাজ্য পুলিশের ভূমিকায় বিস্মিত ইডি! তদন্তে নেমে তারা জানতে পেরেছে, রেশন দুর্নীতি সংক্রান্ত ছ’টি এফআইআর রাজ্যের পুলিশের তদন্তাধীন থাকা সত্ত্বেও পুলিশ অপরাধীকে ধরা তো দূর তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করেনি। হাইকোর্টকে ইডি বলেছে, ‘‘রাজ্যের তরফে রেশন দুর্নীতির তদন্ত এগিয়েছে এক তরফা ভাবে। কারণ রেশন বণ্টন এবং ধান কেনার ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মন্ত্রী জড়িত ছিলেন। অথচ তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। উপযুক্ত নথি ও তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও বন্ধ করে রাখা হয়েছিল তদন্ত।’’

রেশন সংক্রান্ত আর্থিক দুর্নীতির তদন্ত করছে ইডি। তদন্তে নেমে ইতিমধ্যেই তারা গ্রেফতার করেছে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে মন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যবসায়ী তথা চাল-গমের মিলের মালিক বাকিবুর রহমান এবং বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকেও। রেশন কাণ্ডে তৃণমূলের প্রভাবশালী নেতা সন্দেশখালির শাহজাহান শেখকেও খুঁজছে ইডি।