November 24, 2024 1:36 am

‘‘রাজ্য বাজেট পুরোটাই ভোটমুখী , ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টা’’ – শুভেন্দু অধিকারী

বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ প্রসঙ্গে ঠিক এমনটাই প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘এই বাজেট নির্বাচনী বক্তৃতা। লোকসভা ভোটে হেরে যাওয়ার আতঙ্ক থেকেই এই বাজেট পেশ করা হয়েছে। এই বাজেটে কোনও দিশা নেই।’ সামাজিক প্রকল্পগুলিতে অর্থ বরাদ্দ বাড়ানো সহ একাধিক সুযোগ-সুবিধা নিয়ে বৃহস্পতিবার পেশ হয়েছে চলতি অর্থবর্ষের রাজ্য বাজেট। বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির সুবিধা বাড়ানো হয়েছে।

বাজেটের ঘোষণা অনুযায়ী, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ১০০০ টাকা পাবেন সাধারণ শ্রেণির মহিলারা। আর তফসিলি জাতি-উপজাতিদের জন্য তা ১২০০ টাকা। অর্থাৎ উভয়ের ফারাক মাত্র ২০০ টাকা। এতেই আপত্তি তুলেছেন শুভেন্দু। অভিযোগ, সাধারণ শ্রেণির মহিলা এবং জনজাতিদের জন্য এই প্রকল্পের অর্থ নিয়ে যা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, বাজেটে তা বাস্তবায়িত হয়নি। সাধারণ মহিলারা যা পাবেন, পিছিয়ে পড়া শ্রেণির জন্য সেই অঙ্ক দ্বিগুণ হওয়ার কথা।

উত্তর বঙ্গের চা বাগান কর্মীরাও বঞ্চিতই থাকলেন। এসসি-এসটি সম্প্রদায়ভুক্তদের মাত্র ২০০ টাকা বাড়িয়ে এক প্রকার বঞ্চনাই করা হয়েছে তাঁদের সঙ্গে বলেও সরকারকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। সিভিক পুলিশ থেকে ভিলেজ পুলিশদের মাসিক বেতন এক হাজার টাকা বৃদ্ধিকেও কটাক্ষ করে শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘ওদের বেতন ২০ হাজার টাকা করা উচিত ছিল।’’
বিজ্ঞাপন
রাজ্য বাজেটে সংখ্যালঘুদের বরাদ্দ এক টাকাও নেই। স্বাস্থ্য থেকে শিক্ষায় কোনও বরাদ্দ নেই। উত্তরবঙ্গের চা বাগান কর্মীরাও বঞ্চিতই থাকলেন। শতাংশ মহার্ঘ ভাতা নিয়েও খোঁচা দিয়ে বিরোধী দলনেতা বলেন,’ এখনও অনেক ফারাক রয়েছে কেন্দ্রের সঙ্গে। ভোটে যাতে সরকারি কর্মচারীদের সমর্থন পায় তৃণমূল সেই লক্ষ্যেই চার শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে। কিন্তু এতে কোনও লাভ হবে না। সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারেই ডিএ চান।’’