টেক-আড্ডা

মোবাইল চার্জ দেওয়ার সময়ে এই ‘ভুল’ সকলেই করেন – আপনার ভুলেই চার্জারে আগুন লাগার ঝুঁকি বাড়ছে !

ল নিয়মে মোবাইল চার্জ দেওয়ার মাশুল , আপনার ভুলেই চার্জারে আগুন লাগার ঝুঁকি বাড়ছে ! ঠিক ব্যবহার সম্পর্কে কিছুই জানেন না ? অনেকেই ফোন চার্জ করার সময় কিছু ভুল করে থাকেন। কি সেই ঝুঁকি দেখুন ….

১. চার্জারে যদি কোনও রকম সমস্যা দেখা দেয়, যেমন- প্লাগে ফাটল বা আলগা কানেকশন, তারে কোনও রকম চির ধরে যাওয়া। তাহলে প্রথমে তা ঠিক করে, তারপরেও ব্যবহার করুন। এতে চার্জার গরম হয়ে গিয়ে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।

২. 100% চার্জ হয়ে যাওয়ার পরেই আনপ্লাগ করে দিন। এতে ফোনের উপর খুব বেশি চাপ পড়বে না। যদি এই সব টিপস মেনে ফোন চার্জ দেন, তাহলে ফোন আর চার্জার দুটোই বহুদিন পর্যন্ত ভাল থাকবে। ফোন সম্পূর্ণ চার্জ হয়ে গেলে চার্জার থেকে ফোনটিকে আলাদা করে দিন। অনেক সময় ফোন চার্জ হওয়ার পরেও মানুষ চার্জারটি প্লাগ-ইন করে রেখে দেয়। এটি করবেন না।

৩. আপনার স্মার্টফোনের জন্য সবসময় ভাল কোম্পানির চার্জার কিনুন। সস্তা এবং অচেনা কোম্পানির চার্জারগুলিতে চার্জ যেমন ধীরে হয়, ঠিক তেমনই অতিরিক্ত গরমও হয়ে যায়। তাই যে ফোনে ব্যবহার করেন, চেষ্টা করুন তার নিজস্ব চার্জার ব্যবহার করতে। এতে ফোনে কোনওরকম খারাপ প্রভাব পড়বে না।