মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করার ঘটনায় নির্বাচন কমিশনের শোকজের জবাব দিলেন দিলীপ ঘোষ৷ বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীর জবাব নির্বাচন কমিশনের কলকাতা অফিস থেকে দিল্লির সদর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ দিলীপের জবাবে নির্বাচন কমিশন সন্তুষ্ট হয় না কি তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক কোনও ব্যবস্থা নেওয়া হবে, তা দিল্লির মুখ্য নির্বাচন কমিশনারের অফিস থেকেই ঠিক করা হবে৷
নির্বাচন কমিশনকে দেওয়া তাঁর জবাবে দিলীপ ঘোষ দাবি করেছেন, কাউকে ব্যক্তিগত হেনস্থা করার উদ্দেশ্যে তিনি ওই মন্তব্য করেননি৷ গত শুক্রবার মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিলীপ ঘোষ এই আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ৷ এর পরেই তাঁর বিরুদ্ধে কমিশনে নালিশ জানায় তৃণমূল কংগ্রেস৷ এমন কি, এই আপত্তিকর মন্তব্যের জন্য দিলীপের নিজের দল বিজেপি-ও তাঁকে শোকজ করে৷
নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে দিলীপ লেখেন, কাউকে ব্যক্তিগতভাবে হেনস্থা করার উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেননি। বক্তব্যের একটা অংশ তুলে ধরে তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে বলেও দাবি করেন বিজেপি নেতা৷ এর আগে দলের শোকজের চিঠি পেয়েও প্রথমে নিজের ওই মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছিলেন দিলীপ ঘোষ৷ এর কিছুক্ষণের মধ্যেই অবশ্য সমাজমাধ্যমে বার্তা দিয়ে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী বুঝিয়ে দেন, নিজের বক্তব্যেই অনড় রয়েছেন তিনি৷