November 24, 2024 1:59 am

ভোটের মুখে ফের অ্যাকশন , সিবিআই র্যা ডারে মহুয়া মৈত্র

শনিবার সকাল থেকে কলকাতার একটি আবাসনে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। প্রায় ৮ থেকে ১০ জন অফিসার রয়েছেন সেখানে। ডি এল মৈত্র যে ফ্ল্যাটে থাকেন, সেখানেই তল্লাশি চালানো হচ্ছে। কে এই ডি এল মৈত্র ? এই প্রশ্নের উত্তরে নিরাপত্তা রক্ষী জানান, উনি মহুয়া মৈত্রের বাবা। তল্লাশি চলাকালীন এই মহিলাকে গাড়িতে চেপে এসে ওই ফ্ল্যাটে প্রবেশ করতে দেখা যায়। গাড়ির চালককে প্রশ্ন করা হলে তিনি জানান, যে মহিলা আবাসনে প্রবেশ করলেন তাঁর নাম মঞ্জু মৈত্র। প্রশ্ন করলে তিনি জানান, মঞ্জু মৈত্র মহুয়া মৈত্রের মা। তবে মহুয়া মৈত্র এই ফ্ল্যাটে নেই।

কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা আবাসন। সিবিআই অফিসারদের হাতে দেখা গিয়েছে প্রিন্টার। বিশেষ কোনও নথির খোঁজে তদন্তকারীররা ওই বাড়িতে গিয়েছেন বলে সূত্রের খবর। দুর্নীতি দমন শাখা লোকপালের নির্দেশে তদন্ত শুরু করেছে সিবিআই। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার যে অভিযোগ মহুয়া মৈত্রের বিরুদ্ধে উঠেছে, সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে সিবিআইকে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।