November 24, 2024 12:50 am

প্রার্থী অপছন্দ ? উত্তর মালদহের তৃণমূল প্রার্থী প্রসূনের পাশে নেই খোদ ‘তৃণমূল’ ?

প্রার্থী অপছন্দ ? উত্তর মালদহের তৃণমূল প্রার্থী প্রসূনের পাশে নেই খোদ ‘তৃণমূল’ ? প্রথম দিনের প্রচারে তৃণমূলের কয়েক জন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে পুরনো মালদাহে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী। প্রসূন অবশ্য বলছেন, সবে প্রচার শুরু করলেন। আলাপচারিতার পর সকলকেই দেখা যাবে। তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, রাজ্যসভার সাংসদ মৌসম নুর এমনকি, মন্ত্রী সাবিনা ইয়াসমিন থেকে দলের চেয়ারম্যান তথা স্থানীয় বিধায়ক সমর মুখোপাধ্যায়— প্রচারে কাউকেই পেলেন না প্রসূন।

বিজেপির কটাক্ষ, ‘‘তৃণমূল কর্মীরা আসলে হতাশ। কারণ, মালদহের দু’টি কেন্দ্রেই তৃণমূল বহিরাগতকে প্রার্থী করেছে।” মঙ্গলবার দলের প্রার্থীর প্রচার নিয়ে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিমের দাবি, গোষ্ঠী কোন্দলের কোনও ব্যাপার নেই। তাঁর কথায়, ‘‘আমাদের উত্তর মালদহের প্রার্থী পুরনো মালদহতেই থাকবেন। তাই প্রাথমিক ভাবে আজ তাঁর প্রচার শুরু হয়েছে।’’ প্রসূনের জবাব, ‘‘সকলেই আমার পাশে রয়েছেন। বিজেপির গড় বলে মালদহে কিছু থাকবে না। ধুলোয় মিশে যাবে বিজেপি।’’