November 24, 2024 2:58 am

প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি – CAG রিপোর্ট নিয়ে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দুর নেতৃত্বাধীন গেরুয়া বিধায়করা

তৃণমূল কংগ্রেসকে নিশানা করে প্রায় প্রতিদিনই একের পর এক অভিযোগের বোমা ফাটিয়েই চলেছেন শুভেন্দু অধিকারী থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও অন্যান্য পদ্ম শিবিরের নেতারা। বঙ্গ বিজেপির হাতিয়ার এবার CAG রিপোর্ট। ইতিমধ্যেই রাজ্যপালের কাছে তাঁরা যে যাবেন সে ব্যাপারে সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোসকে বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু বলেন, ‘‘রাজ্যপালের দ্বারস্থ হয়ে আমরা বলব ক্যাগ রিপোর্টে লাগামছাড়া দুর্নীতি ও বেনিয়মের যে হদিস পাওয়া গিয়েছে তার ভিত্তিতে FIR দায়ের করার ব্যাপারে তিনি যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেন।’’ সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। এই অধিবেশনে বিজেপি বিধায়কদের কি ভূমিকা হবে তা নিয়ে মঙ্গলবার বিজেপির পরিষদীয় দল বিধানসভায় বৈঠকে বসে। সেখানেই চূড়ান্ত হয়, একদিকে যেমন ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা চেয়ে মুলতবি প্রস্তাব আনা হবে বিধানসভায়।

মঙ্গলবার ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে মুলতবি প্রস্তাবের উপর আলোচনার বিষয়টি খারিজ করে দেন অধ্যক্ষ। এরপরই অধিবেশন কক্ষে তুমুল হই হট্টগোল শুরু হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে স্লোগান বিক্ষোভে সরগরম হয় বিধানসভা কক্ষ ও বিধানসভা চত্বর। এবার এই একই ইস্যুতে আগামী শুক্রবার রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন বঙ্গ পদ্ম বিধায়করা।