ডিজনীর পর আবারো বড়সড় চুক্তি , পড়শি দেশের এক সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে চলেছে রিলায়েন্স। এই চুক্তি যদি চূড়ান্ত হয়ে যায়, পেপসি, থামবস আপের মতো কোল্ড ড্রিঙ্কস চরম প্রতিযোগিতার মুখে পড়বে।
জানা গিয়েছে, রিলায়েন্স রিটেইলের সহযোগী সংস্থা রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস হাত মেলাতে চলেছে শ্রীলঙ্কার এলিফ্যান্ট হাউস নামক একটি সংস্থার সঙ্গে। কোল্ড ড্রিঙ্কস তৈরি করে এই সংস্থা। তারাই রিলায়েন্সের হাত ধরে ভারতীয় বাজারে প্রবেশ করতে চলেছে। ভারতেই নতুন লেবেলে কোল্ড ড্রিঙ্কস তৈরি ও বিক্রি করা হবে।
শ্রীলঙ্কায় এলিফ্যান্ট হাউসের অধীনে নেক্টো, ক্রিম সোডা, ইজিবি জিঞ্জার বিয়ার, লেমোনেডের মতো বিভিন্ন পানীয় তৈরি করা হয়। রিলায়েন্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর হলে, পেপসিকো ও কোলা কোলার মতো ব্রান্ড কড়া টক্করের মুখে পড়বে।