April 28, 2024 2:38 pm

“দুর্গাপুরেও আমি পিস তৈরি করে নেব…. চেনা মাঠ” – প্রচারে নেমে ছক্কা হকালেন দিলীপ

আমি বোলার দেখি না বল দেখি – প্রচারে নেমে ছক্কা হাঁকালেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। উল্লেখ্য , বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। তার বিপরীতে রয়েছেন তৃণমূলের ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ।

মেদিনীপুরে জেতা আসন থেকে সরে যেতে হওয়ায় তিনি হতাশ কি না প্রশ্ন করা হলে আত্মবিশ্বাসী দিলীপের জবাব, বর্ধমান দুর্গাপুরও আমার চেনা মাঠ। এখানে আমি গ্রামে গ্রামে গেছি। প্রত্যেকটা এলাকা আমি চিনি। লোকেও আমাকে চেনে। আমি যদি গ্রামে হাঁটি লোক ডেকে আমাকে জিজ্ঞেস করবে দিলীপ বাবু কেমন আছেন। আমি গ্রামে হাটব, সকালবেলা উঠে গ্রামে চা খেতে বেরবো। আমি ভাষণ দেওয়ার লোক নই।

মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুরে এসে কি একটু কঠিন পিচে পড়ে গেলেন ? উত্তরে তিনি বলেন, মেদিনীপুরে আমি পিচ তৈরি করেছি। আমার হাতে টিম ছিল। টিম প্রস্তুত ছিল। কোনও প্রশ্নই ছিল না। এখানে পিচ যেমনই হোক, টিম যারই হোক, ব্যাটসম্যান আমি। আমার সঙ্গে ফিল্ডারদের ঢেউ আছে। সবে শুরু হল, ফাস্ট বলেই ছক্কা হয়ে গেল।