লোকসভা ভোটকে সামনে রেখে ব্রিগেডে তৃণমূলের আয়োজিত সমাবেশের নাম ‘জনগর্জন সভা।’ বস্তুত, এই সমাবেশ থেকে বাংলায় লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করল রাজ্যের শাসকদল। ব্রিগেড সমাবেশের আকর্ষণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
‘‘দু’সপ্তাহের কম সময়ের মধ্যে ব্রিগেডে সমাবেশের ঘোষণা করেছিলাম। বিগত দিনগুলিতে যত জনসভা হয়েছে, তৃণমূল বাদে যারা সভা করেছে, তার প্রস্তুতি নিতে ছ’মাস লেগেছে। আমরা ১২ দিনে করে দেখালাম।’’ র্যাম্পে হাঁটতে হাঁটতে মুষ্টিবদ্ধ করে উপরের দিকে হাত তুললেন অভিষেক। বার কয়েক হাত ঝাঁকালেন। এ যেন কর্মী সমর্থদের চাঙ্গা করার এক বার্তা।
লোকসভা ভোটকে সামনে রেখে ‘জনগর্জন’ সভায় বক্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোদী জমানাকে তিনি জমিদারির সঙ্গে তুলনা করেছেন। অভিযোগ, বাংলাকে বঞ্চিত করে রেখেছে কেন্দ্রীয় সরকার। তৃণমূলের অভিযোগ, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা—সহ একাধিক প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ বকেয়া রেখেছে কেন্দ্র। ‘প্রাপ্য’ আদায়ের দাবিতে কলকাতা থেকে নয়াদিল্লি পর্যন্ত আন্দোলন করেছেন অভিষেক।