November 24, 2024 1:15 am

“চরিত্রহীন , মেয়ে নিয়ে ফুর্তিবাজ” – ‘প্রাক্তন’ সৌমিত্রকে ধোলাই তৃণমূলের সুজাতার

ভোট প্রচারে বাঁকুড়ার ময়নাপুর গ্রামে গিয়েছিলেন বিষ্ণুপুরের বর্তমান সাংসদ সৌমিত্র খাঁ। সেখানেই তিনি বলেন, “এখানে পঞ্চায়েতে মানুষ ভোট দিতে পারেনি। কোতুলপুর, ইন্দাস বিধানসভায় মানুষ ভোট দিতে পারেনি। কয়েকজন নাচানাচি করছে। আমি বলে দিচ্ছি তৃণমূল আঘাত করলে চোখ উপড়ে নেব।”

পাল্টা সুজাতা মণ্ডলের বক্তব্য, “এই চোখ উপড়ানো, মানুষের মাথা কাটা, হাত পা ভেঙে দেওয়ার বাইরে আর কী করতে পারে জানি না। এরকম আমাকেও দীর্ঘদিন ঘরে অত্যাচার করেছে। তাই প্রাণভয়ে বেরিয়ে এসেছি। আর ময়নাপুরের মানুষ তো ১০ বছর সাংসদকে দেখেইনি। যেই ভোট এসেছে, যেহেতু আমি ময়নাপুর থেকে জেলা পরিষদের নির্বাচিত সদস্য তাই গিয়েছেন। উনি ময়নাপুরে ময়না সাজতে গিয়েছেন।”

সাংসদকে চ্যালেঞ্জ ছুড়ে সুজাতা বলেন, “বিষ্ণুপুর লোকসভার একজন নাগরিক হিসাবে আমি তো সাংসদকে পাইনি। সাতটা বিধানসভায় কাজের জন্য ৫ বছরে ২৫ কোটি টাকা পান একজন সাংসদ। মিথ্যাবাদী লম্পটের দাবি, ১০ কোটি টাকার নাকি কাজ হয়েছে। আমি বলব কাজ কোথায় হয়েছে হিসাব দিন। বাকি ১৫ কোটি টাকা কোথায়? শুধু মহিলা নিয়ে ফূর্তি? মানুষ ঠকিয়ে সেই পয়সা নিয়ে বিলাসিতা? গাড়ি, বাড়ি, সম্পত্তি আর রক্ষিতা নিয়ে ফূর্তি মারা? আমার মুখ যেন না খোলায়।”