কালীঘাটে পুজো দিয়েছে ! এজলাস থেকে প্রাথমিকের মামলা সরায় বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বললেন, “গত বছর যখন শ্রম সংক্রান্ত মামলা শুনতাম , তখন শুনেছিলাম অনেকেই দক্ষিণেশ্বরে গিয়ে পূজা দিয়ে এসেছিল – মা , একে সরাও বলে। এখন মনে হয় ডিএ ও অন্যান্যরা কালীঘাটে গিয়ে পূজা দিয়েছে।”
সদ্যই প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলা সরানো হয়েছে তাঁর এজলাস থেকে। সমস্ত মামলা গত মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে দেন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ওই মামলাগুলি এখন বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে বিচারাধীন। এর আগে স্কুল সার্ভিস কমিশন নিয়োগের মামলাও সরিয়ে দেওয়া হয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। এবার প্রাথমিক মামলা সরার পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে শিক্ষা সংক্রান্ত আর কোনও মামলা নেই।