November 24, 2024 12:55 am

“আগামী ১ সপ্তাহের মধ্যে বাংলা সহ গোটা দেশে সিএএ কার্যকর’’ – কাকদ্বীপে প্রকাশ্য জনসভায় ‘গ্যারান্টি’ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

PB News: কেন্দ্রীয় মন্ত্রী এদিন উল্লেখ করেছেন, কীভাবে রাজ্যে মতুয়া সম্প্রদায়ের মানুষ বঞ্চিত হচ্ছেন। তাঁদের স্বার্থে সিএএ আইন লাগু হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। শান্তনু ঠাকুর এদিন বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন, কারও কাছে ভোটার কার্ড, আধার কার্ড থাকলেই তিনি ভোট দিতে পারবেন, নাগরিক হিসেবে গণ্য হবেন। কিন্তু আমি শুনেছি বহু মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হন। তারা সবাই মতুয়া সম্প্রদায়ের মানুষ। কেন এই মানুষগুলো বঞ্চিত হচ্ছেন ? তার জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে।”

মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল-ই সিএএ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগতে সদাই তৎপর। বাংলার বুকে তৃণমূল যতদিন থাকবে , ততদিন সিএএ কার্যকর করতে দেব না – সিএএ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদের স্বর আগেই চড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার সিএএ কার্যকর নিয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর ‘গ্যারান্টি’তে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। নাগরিকত্ব সংশোধনী বিলটি ২০১৯ সালে আইনে পরিণত হলেও এখনও দেশে কার্যকর হয়নি। উনিশের লোকসভা ভোটের প্রচারে দেশজুড়ে সিএএ লাগুর প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা।

গত লোকসভা ভোটে মতুয়া ভোট ব্যাঙ্কের জোরে বাংলায় ভালো ফল করতে সক্ষম হয়েছিল বিজেপি। একাধিকবার কলকাতা সফরে এসে সিএএ নিয়ে মুখ খুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠাকুরবাড়িকে আদৌ আপন করতে পারবে বিজেপি সরকার ? গোটা মতুয়া সমাজ যখন সিএএ’র ভবিষ্যৎ নিয়ে সন্দিহান – সেই সময় খোদ মতুয়া সমাজের প্রতিনিধি হিসাবে শান্তনু ঠাকুরের ‘গ্যারান্টি’ রীতিমত ইঙ্গিতবাহী সেটা একপ্রকার স্পষ্ট।