November 23, 2024 11:32 pm

অযোধ্যায় যেতে হবে না , ঘরে বসেই দেখুন রামলালার আরতি

অযোধ্যায় যেতে হবে না , ঘরে বসেই দেখুন রামলালার আরতি। দিনে তিনবার আরতি হয় রামলালার। সকাল সাড়ে ছটায় হয় জাগরণ বা শৃঙ্গার আরতি, দুপুর বারোটায় হয় ভোগ আরতি আর সন্ধ্যা সাড়ে সাতটায় হয় সান্ধ্য আরতি। প্রতিদিন ভোর চারটেয় জাগ্রত করা হয় রামলালাকে। ভক্তদের ‘দর্শন’ করার অনুমতি দেওয়ার আগে প্রায় দুই ঘণ্টা ধরে চলে বিভিন্ন আচার অনুষ্ঠান। তারপর হয় শৃঙ্গার আরতি।

এখন থেকে প্রতিদিন সকাল সাড়ে ছটায় অযোধ্যার রাম মন্দির থেকে সেই আরতির সরাসরি সম্প্রচার করবে দূরদর্শন ন্যাশনাল চ্যানেল। সকাল সাড়ে ছ’টায় দুরদর্শন চ্যানেল খুললেই রামলালার আরতি দেখতে পাবেন ভক্তরা। এখনও পর্যন্ত প্রায় ৭৫ লক্ষ ভক্ত রামলালার দর্শন করতে এসেছেন। সপ্তাহান্তের দিনগুলিতে তো, একেকদিনে দুই লক্ষের বেশি ভক্তের ভিড় হয় বলে জানিয়েছেন রাম মন্দির ট্রাস্ট। ২২ জানুয়ারি, অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্দ্রী নরেন্দ্র মোদী। ২৩ জানুয়ারি থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা।